জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পার্কের জলাশয়ে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। মৃতের নাম বিশ্বজিত দাস। বয়স আনুমানিক ১৫ বছর। ঘটনায় আনন্দনগর এলাকায় শোকের ছায়া। শহরতলী আনন্দনগর এলাকার বাসিন্দা অনুকূল দাসের ছেলে বিশ্বজিত। আনন্দনগর দ্বাদশ শ্রেণী স্কুলের দশম শ্রেণীর ছাত্র সে। বৃহস্পতিবার গৃহশিক্ষকের বাড়ি থেকে এসে বন্ধুদের সঙ্গে মহেশখলা বোতল পার্কের জলাশয়ে যায় স্নান করতে।
মার আপত্তি সত্ত্বেও সে সেখানে যায়। জানা গেছে বিশ্বজিত সাঁতার যানে না। দুই-তিন ঘণ্টা পর বাড়ির লোকজন জানতে পারে পার্কের জলাশয়ে ডুবে গেছে বিশ্বজিত। ঘটনাস্থলে ছুটে যায় বাড়ির লোকজন। স্থানীয় লোকজন ভিড় জমায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা। তারা বিশ্বজিতকে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত কিশোরের বাড়ির লোকজনের অভিযোগ হয়তো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে জলে।