জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সদস্যপদ সংগ্রহের দলীয় লক্ষ্যমাত্রা পূরণে ময়দানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। নিজ বিধানসভা কেন্দ্রে প্রায়শই সদস্যতা অভিযানে অংশ নিচ্ছেন।সোমবার বিজেপি-র সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন নিজ বিধানসভা কেন্দ্রের ২০ নং ওয়ার্ড এলাকায় সদস্যতা অভিযানে শামিল হন।
২০ নং ওয়ার্ডের দলীয় কার্যালয়ে বসে মুখ্যমন্ত্রী সদস্যতা অভিযান করেন।মুখ্যমন্ত্রী জানান সদস্যতা অভিযান করতে তিনি চারটি ওয়ার্ডে যাবেন। মানুষ নিজে থেকে বিজেপির সদস্যতা গ্রহণ করতে চাইছেন। কারণ মানুষের সমস্যা সমাধান করার জন্য একমাত্র দল বিজেপি। তাই মানুষ আগ্রহ প্রকাশ করে এগিয়ে আসছেন।
তিনি আরও বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রাখতে হবে। মানুষ এটা বুঝতে পেরে ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। লক্ষ্য মাত্রায় পৌঁছাতে সদস্যতা অভিযানের সময়সীমা বাড়ানো হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে সদস্যতা অভিযান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সদস্যতা অভিযান ঘিরে ভালো সাড়া পড়ে।