জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির উপরে মানুষের পূর্ণ আস্থা রয়েছে। ডাবল ইঞ্জিনের সরকার পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, যোগাযোগ ব্যবস্থার যেভাবে উন্নয়ন করেছে তাতে মানুষের মধ্যে আস্থা জুগিয়েছে। ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, সহ- সভাপতি তাপস ভট্টাচার্য, বিপিন দেববর্মা সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যে জল জীবন মিশনের মাধ্যমে গ্রামীণ এলাকায় জল দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি সরকার। তৈরি করে দিয়েছে পাকা শৌচালয়। সামাজিক ভাতা দুই হাজার টাকা করেছে।পাকা ঘর তৈরি করে দিয়েছে।
স্বাভাবিক ভাবেই মানুষের মধ্যে আস্থা বেড়েছে। তিনি অভিনন্দন জানান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিশাল সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হওয়ায় বিজেপি কার্যকর্তা, প্রার্থী ও ভোটারদের। বিরোধীদের সন্ত্রাসের অভিযোগের কড়া সমালোচনা করেন রাজীব বাবু।
তিনি পূর্বতন বাম সরকারের সময়ে ২০১৪ সালের পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে তুলে ধরেন কিভাবে বিজেপি প্রার্থীদের উপরে এমনকি দলের প্রদেশ সভাপতির উপর আক্রমণ করা হয়েছিল। ৮ আগস্ট ত্রি-স্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ। ভোট গণনা ১২ আগস্ট। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রায় ৭১ শতাংশ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।