Site icon janatar kalam

মানুষের কাজের জন্যই রাজনীতি, মানুষের কাজের জন্যই সরকার : প্রনজিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সবকটি নির্বাচন গুরুত্বপূর্ণ। তবে ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এটা মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। মানুষের কাজের জন্যই রাজনীতি, মানুষের কাজের জন্যই সরকার। সোমবার উদয়পুরে নির্বাচনী প্রচারে গিয়ে একথা বললেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়। ৮ আগস্ট ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন।

যেসব জায়গায় নির্বাচন হবে সেখানে ব্যাপক প্রচার চালাচ্ছে শাসক দল। সকাল থেকে প্রার্থীরা দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বের হয়ে যাচ্ছেন। উদয়পুর মহকুমার বিভিন্ন ব্লক এলাকায় হচ্ছে নির্বাচন। সোমবার প্রার্থীদের নিয়ে মিছিল করে ভোটারদের কাছে ভোট চাইলেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়।

উদয়পুর খিলপাড়া বাজার থেকে শুরু হয় জনসংযোগ অভিযান। এলাকার বিভিন্ন ঘুরে। লোকজনের সঙ্গে ব্যাপক সাড়া পড়ে। মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপি গোমতী জেলা সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, সহ অন্যান্য নেতৃত্ব।

Exit mobile version