জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে ভারতে প্রবেশ করে মানব পাচারে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশী দালালকে গ্রেপ্তার করলো আগরতলা সরকারি রেল থানার পুলিশ। বুধবার তাকে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকা থেকে আটক করা হয়। ধৃতের নাম অনিকুল শেখ। তাঁর বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায়।
২৩ জুলাই আগরতলা রেলস্টেশন থেকে ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশ। অভিযোগ অবৈধভাবে তারা দালালের মাধ্যমে ভারতে এসে অন্যত্র যাওয়ার জন্য রেল স্টেশনে যায়। তাদের বাংলাদেশ থেকে পারাপারে সাহায্য করার অভিযোগ উঠে প্রায় ১ বছর আগে অবৈধভাবে ভারতে এসে থাকা অনিকুলের বিরুদ্ধে। অবশেষে পুলিশ তাঁকেও জালে তুলে। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করে জি আর পি থানার পুলিশ।