Site icon janatar kalam

মাদকবিরোধী অভিযানে সাফল্য, ৫০০ ইয়াবাসহ গ্রেফতার এক যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব থানার পুলিশ ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম শঙ্খদীপ রায়। তিনি ধলেশ্বর রোড নম্বর ৮-এর বাসিন্দা।

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ ধলেশ্বর এলাকায় নিয়মিত ভেহিকেল চেকিং চলাকালীন পুলিশের সন্দেহ হলে শঙ্খদীপ রায়কে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাঁর জ্যাকেট থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে পুলিশের একটি দল ধৃতের বাড়িতে অভিযান চালালেও সেখানে আর কোনও আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়নি। এ ঘটনায় শঙ্খদীপ রায়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।

ওসি সুব্রত দেবনাথ আরও জানান, ধৃতকে শনিবার আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। ঘটনার তদন্ত চলছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Exit mobile version