মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে রেকর্ড প্রনামি ! ১১,৯৪,৭২৭.০০ টাকা
janatar kalam
Oplus_131072
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার খোলা হলো শক্তিপীঠ মাতা বাড়ির ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে ভক্তদের দেওয়া প্রণামী বাক্স। কেননা বিগত দিনে তুলনায় বর্তমানে দর্শনার্থীদের সংখ্যা অনেকটাই বেড়েছে তাই গোমতী জেলার ডিসিএম কালিদাস ঘোষের উপস্থিতিতে খোলা হল মন্দিরের প্রণামী বাক্স।
সোমবার সকাল ৯ টা থেকে চলে এই গণনা প্রক্রিয়া, এদিন গোমতী জেলার ডিসিএম সংবাদ মাধ্যম কে জানান ভক্তদের দেওয়া দক্ষিণার পরিমাণ ১১ লক্ষ ৯৪ হাজার ৭২৭ টাকা। যার গণনা সম্পন্ন করতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে বলে জানা যায়।