Site icon janatar kalam

মাটির ব্যাংকার থেকে বিপুল পরিমাণ গাঁজা,অবৈধ এস কফ বাজেয়াপ্ত!

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযানে আবারও থানাধীন সীমান্ত লাগোয়া এলাকা পশ্চিম নারায়ণপুরে মাটির ব্যাংকার থেকে উদ্ধার বিপুল পরিমাণ নেশা সামগ্রী। এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন এয়ারপোর্ট থানার ইনচার্জ(প্রভেশনাল) আই পি এস সুধীর কুমার,ওসি অভিজিৎ মণ্ডল সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা।

এই অভিযান নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ইনচার্জ(প্রভেশানাল) আই পি এস সুধীর কুমার জানান গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম নারায়নপুর এলাকায় এক ব্যাক্তির বাড়ির পেছনে মাটির ব্যাংকার থেকে ৭৮ কেজি শুকনো গাঁজা,৯৭৫ বোতল অবৈধ এসকফ কফ সিরাপ উদ্ধার হয়।

পরবর্তী সময় স্থানীয় প্রশানের উপস্থিতিতে এই নেশা সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ এবং জায়গার মালিকের বিরোদ্ধে এন ডি পি এস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তদন্ত ক্রমে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বলা বাহুল্য এয়ারপোর্ট থানাধীন এই সীমান্ত লাগোয়া এলাকা পশ্চিম নারায়নপুর নেশা কারবারিদের আখড়ায় পরিণত হয়েছে এবং পুলিশ তাদের অভিযান এই এলাকায় জারি রেখেছেন আগামীদিনেও এই অভিযান জারি থাকবে বলে জানায় পুলিশ।

Exit mobile version