Site icon janatar kalam

মাছ-মাংসকেও ছাড়িয়ে গেছে সব্জির দাম ! প্রশাসন নীরব দর্শক কেন প্রশ্ন ক্রেতাদের? 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুর দাম। সবজি, আলু, পেঁয়াজ সহ সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। এসবে হাত লাগালেই যেন ছ্যাকা লাগছে। নাভিশ্বাস উঠছে আমজনতার। অভিযোগ দাম ক্রমাগত বেড়ে চললেও সংশ্লিষ্ট দপ্তর নির্বিকার। অসহায় জনতা। কিছুদিন আগে বন্যার কারনে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের। বিশেষ করে কৃষি ক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষকের সবজি ক্ষেতে জল জমে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। বন্যার কবল থেকে মুক্ত হয়ে বর্তমানে মানুষ একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা নতুন করে সবজি চাষ শুরু করেছেন। যদিও সেই সবজি বাজারে আসতে আরও সময় লাগবে। কিন্তু এরই মধ্যে বাজারে আকাশ ছোঁয়া মূল্য শাসক সবজির। শুধু শাক সবজি নয় আলু- পেঁয়াজের মূল্যও বেশি।

সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বললে চলে। বাজারে বর্তমানে যেসব সবজি আসছে অধিকাংশই বহিঃরাজ্যের বলে জানা গেছে। বাজারে সবকিছুর মূল্য আকাশছোঁয়া। বিক্রেতারাও স্বীকার করেন বাজারে বর্তমানে শাক সবজির মূল্য অনেকটা বেশি। কারন তাদেরকে চড়া দামে শাক সবজি ক্রয় করে আনতে হচ্ছে।

 

 

 

Exit mobile version