Site icon janatar kalam

মহিসাগর সেতু দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা

জনতার কলম ওয়েবডেস্ক :- গুজরাটের ভাদোদরা জেলায় সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় ৯ জন মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন। নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী একটি সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে বলেছেন, “গুজরাটের ভাদোদরা জেলায় সেতু ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক।

যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রতিটি নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।”

উল্লেখ্য, ভাদোদরা জেলায় মাহিসাগর নদীর উপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ে, যার ফলে ৯ জন মারা যান এবং অনেকে আহত হন। সেতু ভেঙে পড়ার কারণে ৫টি গাড়িও নিচে পড়ে যায়। সেতুর উপর একটি ট্রাক আটকে থাকতে দেখা যায়। তথ্য অনুযায়ী, সেতুটি ১৯৮৫ সালে নির্মিত হয়েছিল। এই ঘটনায় গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তদন্তের নির্দেশ দিয়েছেন।

Exit mobile version