Site icon janatar kalam

মহিলাদের আরও বেশি করে স্বশক্তি করণ করে তোলার জন্য কংগ্রেসের নতুন অ্যাপস উদ্বোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন একটি অ্যাপস। যার নাম হলো সুপার শক্তি সি । এর মাধ্যমেই এখন থেকে সভ্যপদ অভিযানের পাশাপাশি মহিলাদের আরও বেশি করে স্বশক্তি করণ করে তোলা হবে। সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আনুষ্ঠানিকভাবেই উদ্বোধন করা হয় এই নতুন অ্যাপসের। এতে উপস্থিত ছিলেন উপদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস প্রদেশ মহিলা কংগ্রেসের সম্পাদিকা দেবযানী লস্করসহ অন্যান্য যুব মহিলা নেতা-নেত্রীরা। নতুন এই অ্যাপসের আনুষ্ঠানিক সূচনা করে প্রদেশ মহিলা কংগ্রেসের সম্পাদিকা দেবযানী লস্কর জানান, কংগ্রেস দল বরাবরই মহিলাদের স্বশক্তিকরনের কাজ করেছে। এখনো সেই কাজ করে চলেছে।

 

Exit mobile version