জনতার কলম আগরতলা প্রতিনিধি,১ অক্টোবর:- আগামীকাল মহা বিজয়া দশমী। দেবী দুর্গার গমনকে কেন্দ্র করে আজ আগরতলা শহরের দশমীঘাট এলাকায় পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খতিয়ে দেখতে পরিদর্শনে যান আগরতলার মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শ্রী ডি. কে. চাকমা (IAS), মেয়র-ইন-কাউন্সিলের সদস্য শ্রী তুষার কান্তি ভট্টাচাৰ্য্য, কর্পোরেটর শ্রীমতি নিতু দেব গুহ এবং অন্যান্য সরকারি আধিকারিকরা।
দশমীঘাট পরিদর্শনকালে মেয়র গমনস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের বিষয়গুলি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জানান, “দশমীর গমন অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।” আগামীকাল মহা বিজয়া দশমীতে শহরজুড়ে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে প্রশাসনের তরফে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।