জনতার কলম ওয়েবডেস্ক :- সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কখন দেওয়া হবে, তা সময়মতো সবাইকে জানানো হবে। তবে এই মুহূর্তে সেই বিষয়ে সরকারের কোনো ভাবনা-চিন্তা এখনও শুরু হয়নি।” এই মন্তব্য সরকারি কর্মচারীদের মধ্যে চলমান আলোচনা ও অপেক্ষার বিষয়ে নতুন করে আলো ফেলেছে।