Site icon janatar kalam

মহারাষ্ট্র–মধ্যপ্রদেশ–গুজরাট–ছত্তিশগড়ে রেল সম্প্রসারণে ২৪,৬৩৪ কোটি টাকার অনুমোদন কেন্দ্রের

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় রেলওয়ের পরিকাঠামো উন্নয়ন ও সংযোগ বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি (CCEA) চারটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের জন্য মোট ₹২৪,৬৩৪ কোটি টাকার অনুমোদন দিয়েছে। এই চারটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্প বাস্তবায়িত হবে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট ও ছত্তিশগড়ে, যার ফলে প্রায় ৮৯৪ কিলোমিটার রেলপথের সম্প্রসারণ ঘটবে।

 

অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে—

 

ভুসাওয়াল – ওয়ার্ধা তৃতীয় ও চতুর্থ লাইন,

 

গোন্ডিয়া – ডোংগারগড় চতুর্থ লাইন,

 

ভাদোদরা – রতলাম তৃতীয় ও চতুর্থ লাইন,

 

ইতারসি – ভোপাল – বীনা চতুর্থ লাইন।

 

এই চারটি প্রকল্প মোট ১৮টি জেলা ও প্রায় ৩,৬৩৩টি গ্রামকে সংযুক্ত করবে, যেখানে বসবাস করেন ৮৫ লক্ষাধিক মানুষ। এর মধ্যে দুটি জেলা ‘আস্পিরেশনাল ডিস্ট্রিক্টস’-এর অন্তর্ভুক্ত।

 

মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পগুলির মাধ্যমে রেলওয়ের লাইনের সক্ষমতা বৃদ্ধি পাবে, যার ফলে পরিবহন ব্যবস্থায় গতি ও নির্ভরযোগ্যতা দুটোই উন্নত হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহন উভয়ক্ষেত্রেই কার্যকারিতা বাড়বে।

 

বিস্তারিত প্রকল্প ব্যয় ও দৈর্ঘ্যঃ

ভুসাওয়াল – ওয়ার্ধা (৭৪৪ কিমি) রেললাইন তৈরি হবে আনুমানিক ₹৯,১৯৭ কোটি টাকায়; সম্পূর্ণ হতে সময় লাগবে ৫ বছর।

গোন্ডিয়া – ডোংগারগড় (৯৮ কিমি) চতুর্থ লাইন তৈরি হবে ₹২,২২৩ কোটি টাকায়, সময় লাগবে ৫ বছর।

ভাদোদরা – রতলাম (৫১৩ কিমি) তৃতীয় ও চতুর্থ লাইন তৈরির খরচ ₹৮,৮৮৫ কোটি টাকা; এটি গুজরাট ও মধ্যপ্রদেশকে সংযুক্ত করবে।

ইতারসি – ভোপাল – বীনা (২৬৪ কিমি) চতুর্থ লাইনের জন্য ব্যয় ধরা হয়েছে ₹৪,৩২৯ কোটি টাকা। এই রুটটি কয়লা, সিমেন্ট, ফ্লাই অ্যাশ, খাদ্যশস্য, স্টিল ও কনটেনার পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ রেল সংযোগ বৃদ্ধি, পণ্য পরিবহন দ্রুততর করা এবং আঞ্চলিক অর্থনীতিতে গতি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version