জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে শনিবার সকালে আগরতলা শহরে এক শোভাযাত্রার আয়োজন করা হয়।তারপর শোভাযাত্রার পর বটতলা এলাকার শ্মশান ঘাটে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।এদিন মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান বীর বিক্রম কিশোর মানিক্য ছিলেন রাজ্যের শেষ মহারাজা, তিনি ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। মহারাজের চিন্তাভাবনার প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার কাজ করে চলেছে বলে জানান তিনি।এদিনের অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
মহারাজের চিন্তাভাবনার প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার কাজ করে চলেছে – বিকাশ
