মহান দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলসের ২০৫ তম জন্মদিন পালন সিপিআইএম রাজ্য সদর দপ্তরে
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলসের জন্মদিন জন্মদিন পালন করে সিপিআইএম। রাজ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে প্রতিবারের মতো এবারো উদযাপন করা হয়। এবছর ২০৫ তম জন্মদিন পালন করা হয় সিপিআইএম-র তরফে। রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে দিনটি পালন করা হয়।
উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুধন দাস, তপন দাস সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মহান দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন বৃহস্পতিবার মহান দার্শনিক ফেডারিক অ্যাঙ্গেলসের ২০৫ তম জন্মদিন। তিনি মার্কসবাদের স্রষ্টা। ফ্রেডরিখ এঙ্গেলস এবং কার্ল মার্কস মিলে একাধিক খণ্ডে ‘দাস ক্যাপিটাল’ নামক বই রচনা করেন। এই বই মানব জীবনের ইতিহাস বিবর্তনের, শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত দলিল। এই দলিলে উল্লেখ করা আদর্শ পুঁজিবাদকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে। তাই আমাদের সমাজের সকল অংশের জনগণকে এই আদর্শ মেনে চলার উচিত।