Site icon janatar kalam

মহাকাশে পাড়ি দিলো ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ১

জনতার কলম ওয়েবডেস্ক :- শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১। জানা গিয়েছে ১৪৮০ কেজি ওজনের মহাকাশযানটি পৃথিবীকে ২৩৫ কিমি X ১৯,৫০০ কিমি ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে। তাছাড়া সূর্যের করোনার জিওম্যাগ্নেটিক দিক নিয়ে পরীক্ষা চালাবে আদিত্য এল১ স্যাটেলাইট। তার পাশাপাশি আদিত্য এল১-এ থাকা সাতটি পে-লোডের মাধ্যমে সূর্য এবং মহাবিশ্বের প্রচুর অজানা তথ্য জানা যাবে বলে ধারনা করছেন ইসরো। তাছাড়া এই মিশন সফল হলে ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক। এখন দেখার বিষয় ভারতের মহাকাশ সংস্থা চন্দ্রজান 3 এর সাফল্যের পর কতটা সাফল্য এনে দিতে পারে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ১।

Exit mobile version