জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু চালকের। জানা গেছে সোমবার সকালে পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগর থানার অন্তর্গত মলয় নগর নেপালি টিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালি বুঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক ৪০ ফুট নিচে খাদে পড়ে যায় এবং এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালকের এবং তিনজন শ্রমিক গুরুতরকভাবে আহত হয় তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে নিহত গাড়ি চালকের নাম রাকেশ দেবনাথ, বয়স আনুমানিক ৩৮, বাড়ির আনন্দনগর ১০ নং পাড়ায়। নিহত গাড়ি চালকের পরিবারের রয়েছেন তার স্ত্রী এবং দুই ছেলে। তবে অনেকেই ধারণা করছে দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে শ্রীনগর থানার পুলিশ এবং আনন্দনগর অগ্নি নির্বাপক দপ্তর এর কর্মীরা।
অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময়ে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে একটি ক্র্যাং ব্যবহার করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত ক্র্যাংটিও উল্টে যায়। তবে এই ঘটনায় স্থানীয় এলাকার প্রচুর মানুষ এসে জড়ু হয়। এদিকেলড়ি চালককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মরগে পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে সোমবার ময়না তদন্তের পর গাড়ি চালকের মৃতদেহ তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় শ্রীনগর থানার পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে বলে জানা গেছে।