Site icon janatar kalam

মরিয়ম নগর চার্চে যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালনে প্রস্তুতি চলছে জোর কদমে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতে মাত্র আর ১দিন তার পর শুরু খ্রিস্টান ধর্মঅবলম্বীদের খ্রীষ্টামাস উৎসব। আর সেই উৎসবকে কেন্দ্র করে মরিয়ম নগর চার্চে যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালনে প্রস্তুতি চলছে জোর কদমে৷ প্রতিবছর ২৫শে ডিসেম্বর এই গির্জায় যীশু খ্রীষ্ট-র জন্মদিন পালন করা হয়৷ বিভিন্ন আলোকসজ্জা, নানা বাহারি সাজ সরঞ্জাম দিয়ে সাজিয়ে তোলা হয় এই গির্জাঘর। আর সেই উপলক্ষে চলছে সাজানোর কাজ৷

পাশাপাশি বড়দিন উপলক্ষ্যে বিরাট মেলার আয়োজন করা হয় মেলা উৎসব কমিটির পক্ষ থেকে৷ দুইদিন ব্যাপী চলে মেলা আর এই মেলাতে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে এইবছরও এমনই ধারণা করা হচ্ছে কমিটির পক্ষ থেকে। উল্লেখ্য, যীশুর জন্মদিন প্রতিবছরই ওই চার্চে মহা ধুমধামে পালিত হয়৷ জাতি-জনজাতি উভয় অংশের মানুষ নিজ নিজ কায়দায় বড়দিনের আনন্দ উপভোগ করে থাকেন এই দিনে।

 

Exit mobile version