Site icon janatar kalam

মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন ঘিরে রাজনৈতিক তাপমাত্রা চড়ছে—তামিলনাড়ুকে আক্রমণ করলেন অনুরাগ ঠাকুর

জনতার কলম ওয়েবডেস্ক :- বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর অভিযোগ করেছেন যে তামিলনাড়ু সরকার মাদ্রাস হাই কোর্টের নির্দেশ না মেনে হিন্দু ভক্তদের তিরুপ্পারানকুন্দ্রম পাহাড়ের সুব্রহ্মণ্যস্বামী মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করতে বাধা দিয়েছে। লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করে সরকার ইচ্ছাকৃতভাবে ভক্তদের ওপর লাঠিচার্জ করেছে।

অনুরাগ ঠাকুরের অভিযোগ, মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের সরকার ন্যায়াধীশ জি.আর. স্বামীনাথনের নির্দেশও অমান্য করেছে। তার বক্তব্যের প্রতিবাদে ডিএমকে সাংসদরা সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং স্লোগান তোলেন, যার জেরে লোকসভার কার্যক্রম দুপুর ২টা পর্যন্ত স্থগিত করা হয়।

৩ ডিসেম্বর তিরুপ্পারানকুন্দ্রম পাহাড়ের সুব্রহ্মণ্যস্বামী মন্দির এলাকায় একটি দর্গার পাশে দীপস্থম্ভে প্রদীপ জ্বালানোর অধিকার নিয়ে আদালতের রায়কে কেন্দ্র করে রাজ্যে তীব্র রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। বিচারপতি স্বামীনাথনের রায়কে ভিত্তি করে এই ঘটনাকে ‘ব্রেকিং পয়েন্ট’ বলে দাবি করেছে ইন্ডিয়া জোট, যারা পরে ওই বিচারকের অভিসংশন দাবি করে।

Exit mobile version