janatar kalam

মন্ত্রী হিসেবে শপথ নিলেন কিশোর বর্মণ, দায়িত্ব পাবেন এই গুরুত্বপূর্ণ দপ্তর…. বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার মন্ত্রিসভায় বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি বিধায়ক কিশোর বর্মণ। আগরতলা রাজভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নতুন মন্ত্রীর যোগদানের ফলে মুখ্যমন্ত্রী মানিক সাহার মন্ত্রিসভার সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

সিপাহিজলা জেলার নলচর বিধানসভা কেন্দ্রের ৪৪ বছর বয়সী বিধায়ককে রাজভবনে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনে রেড্ডি নাল্লু। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভার মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা:) মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা।

এদিন,শপথ বাক্য পাঠের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী কিশোর বর্মন জানান, দল যখন তাকে যে দায়িত্ব দেবে সে দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। দেশের সরকার ও রাজ্য সরকার ভরসা করে এতবড় দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা:) মানিক সাহাকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, ক্ষমতাসীন বিজেপি দলের মধ্যে ক্রমবর্ধমান প্রভাব এবং সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত বর্মণকে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তর শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবরে জানযায়। পাশাপাশি এখন পর্যন্ত মন্ত্রিপরিষদ থেকে বর্তমান কোনো সদস্যের বিদায়ের কোনো খবর পাওয়া যায়নি।

Exit mobile version