Site icon janatar kalam

মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক পোস্ট নিয়ে উত্তাল বিধানসভায় 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক পোস্ট নিয়ে বিধানসভা অধিবেশনের প্রথম দিন উত্তাল। এদিন বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক পোস্ট এবং পরবর্তী সময় সেই পোস্ট ডিলিট করার ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠে।

পরবর্তী সময় বিধায়ক সুদীপ রায় বর্মণ এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বলেন একজন দায়িত্বশিল মন্ত্রী এই ধরনের পোস্ট সামাজিক মাধ্যমে করা উচিত নয়। তিনি মন্ত্রী সুধাংশু দাস যেন এই ধরনের পোস্টের জন্য ক্ষমা চায় তার দাবি জানান।

যদিও মন্ত্রী সুধাংশু দাস ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের পোস্টের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করেন। তখন বিরোধীরা প্রতিবাদে সরব হয়। কংগ্রেস ও সিপিআইএম বিধায়করা ওয়েলে নেমে এইদিন বিক্ষোভ প্রদর্শন করেন।

 

 

Exit mobile version