Site icon janatar kalam

মনোনয়ন নয় যেন বিজয় উচ্ছ্বাস, ভোটের আগেই জয় নিশ্চিত করলো বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জয় নিশ্চিত বিজেপির ধনপুর ও বক্সনগরে বিজেপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বলেন আমরা হচ্ছি পিয়ন মোদী আর জনতার মাঝখানে পিয়নের কাজ করছি আমরা।পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দিনই ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা করেছেন। ঘড়ির কাঁটায় সময় তখন বেলা প্রায় একটা। উপ নির্বাচনের ২০ বক্স নগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তফাজ্জল হোসেন ও ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিন্দু দেবনাথকে নিয়ে সুবিশাল মিছিল বের হয়ে দীর্ঘ পথ পরিক্রমা করে সোনামুড়া মহকুমা শাসক অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয় দলীয় কর্মী সমর্থকরা। তার আগে একটি মঞ্চে মিলিত হয়ে দুই প্রার্থীকে হাতে ধরে জনসম্মুখে ভোট চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ত্রী টিংকু রায়, রতনলাল নাথ, সহ রাজ্য মন্ত্রিসভার সমস্ত মন্ত্রী ও বিধায়করা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই প্রার্থীর জয় সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, এই দুটি কেন্দ্রে বরাবরই সিপিআইএম প্রার্থীরা জয়ী হয়েছিল। কিন্তু তারা ছিল বহিরাগত। মানুষ তাদের কাছ থেকে কোন সাহায্য সহায়তা পায়নি। গত বিধানসভা নির্বাচনে ধনপুর বিধানসভা কেন্দ্রে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছিল আমাকে। এবারও তাদের ঘরের ছেলে কাছের লোক বিন্দু দেবনাথকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। বক্সনগর বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু নেতা তোফাজ্জল হোসেন কেউ মানুষ এবার দুহাত ভরে আশীর্বাদ করার শপথ নিয়ে ফেলেছে। সুতরাং দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জয় একশ শতাংশ নিশ্চিত হয়ে পড়েছে |শ্রীমতি ভৌমিক আরও বলেন, এই কেন্দ্র দুটিতে সিপিএম কংগ্রেস যারাই যখন জয়ী হয়েছিলেন প্রত্যেকেই ছিলেন আউটসাইডার। এইবার ঘরের ছেলেদের পেয়ে সভাপতি খুশির জোয়ার বইছে ভোটারদের মধ্যে। এদিন প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করেছেন, তাতেই এক প্রকার আবেগে আপ্লুত হয়ে পড়েছে। বলেন সোনামুড়া মহকুমার এই দুই কেন্দ্রে বিজেপির জয় যে সম্পূর্ণ নিশ্চিত সেটা আজকের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানেই প্রতিফলিত হয়েছে। মন্ত্রী রতন লাল নাথকে দেখা গেল ২০১৮ সালের আগে বিজেপি দলে যোগ দেওয়ার সময় যে বিজয় উচ্ছ্বাস নিয়ে মিছিল করে এসেছিল, সেই আবেগ উচ্ছ্বাসের ভঙ্গিমাতেই। একেবারে নিজ হাতে মাইক্রোফোন নিয়ে স্লোগান মুকুট হয়ে কর্মীদের উৎফুলিত করতে। এদিন গোটা সোনামুড়া মহকুমায় মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানকে বিজেপি দল কার্যত বিজয় মিছিলে পরিণত করেছে। ভোটের আগেই যেন অগণিত ভোটার কর্মী সমর্থক আর কার্যকর তারা মেতে উঠেছিল বিজয় উচ্ছ্বাসে। প্রসঙ্গত উপ নির্বাচনে এবার মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সিপিএম ও বিজেপির মধ্যে সরাসরি। আগেই ময়দান ছেড়ে দিয়েছে শতবর্ষ পুরানো কংগ্রেস ও আঞ্চলিক দল তিপরা মথা।

Exit mobile version