Site icon janatar kalam

মনিপুরের সিজা হাসপাতাল ত্রিপুরা রাজ্যে ৭০০ কোটি টাকা ব্যয় করে সুপার স্পেসালিটি হাসপাতাল খুলতে ইচ্ছা প্রকাশ করেছে : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাজ করলে কাজের শেষ নেই। অনেকে আবার উন্নয়ন চায় না। কারন উন্নয়ন হলে তাদের জন্য সমস্যা। লক্ষ্য স্থির থাকলে যেকোন কাজ করা যায়। কিডনি প্রতিস্থাপনের বিষয়ে বলা হয়েছিল। বর্তমানে কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়েছে। লিভার প্রতিস্থাপনেরও প্রচেষ্টা রয়েছে। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার রাজ্য সম্মেলনের অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার ২১ তম রাজ্য সম্মেলন হয় আগরতলায়। সম্মেলনের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার কর্মকর্তা ডাঃ প্রদীপ ভৌমিক, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জিবি হাসপাতাল চত্বরে ১০০ আসন বিশিষ্ট মা ও শিশুর জন্য হাসপাতালের জন্য ডোনার মন্ত্রক থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। সহসাই কাজ শুরু হয়ে যাবে। মনিপুরের সিজা হাসপাতাল ত্রিপুরা রাজ্যে ৭০০ কোটি টাকা ব্যয় করে সুপার স্পেসালিটি হাসপাতাল খুলতে ইচ্ছা প্রকাশ করেছে।

তাদের জন্য জায়গা চিহ্নিত করে রাখা হয়েছে। মন্ত্রীসভায় বিল পাশের পর সবকিছু চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে বর্তমানে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কিন্তু মানুষের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে রাজ্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই।

 

 

Exit mobile version