Site icon janatar kalam

মনিপুরের ঘটনায় উদ্বিগ্ন নারী সমিতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনিপুরের ঘটনা নিয়ে এবার প্রতিবাদ কর্মসূচি পালন করলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সোমবার আগরতলার উত্তরগেটের সামনে প্রতিবাদে সামিল হয়েছে নারীরা। গণতান্ত্রিক নারী সমিতির অভিযোগ মনিপুরের ঘটনা সমগ্র মাতৃজাতির অপমান।মনিপুরের বিজেপি সরকার এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ বন্ধে কোন সুদৃঢ পদক্ষেপ গ্রহণ করছে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ বন্ধে টু শব্দটিও করছেনা। গত দুই মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। দুইজন উপজাতি মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে প্রকাশ্যে গণধর্ষণ করলেও সরকারের টনক লড়ছে না। এ ধরনের হিংসাত্মক ঘটনা বন্ধ করতে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করারও দাবি তুলেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি রাজধানীতে বিক্ষোভ সংগঠিত করার পাশাপাশি সারা রাজ্য বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানিয়েছেন নারী নেত্রীরা।

Exit mobile version