Site icon janatar kalam

মনসা পূজার প্রস্তুতি আগুনে পুড়ে ছাই দুটি ঘর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়িতে চলছে মনসা পূজা। অপর দিকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে পুড়ে ছাই দুটি ঘর। ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্তে আনলেও ঘর দুটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। মহা ধুমধামে চলছিল মনসা পূজার প্রস্তুতি। আত্মীয়-স্বজনে ভরা বাড়িতে পূজায় মনসা মায়ের ভোগের জন্য রান্না চলছিল গ্যাসের চুল্লিতে। আচমকাই একটি গ্যাস সিলিন্ডারের পাইপ ছুটে গিয়ে আগুন লেগে যায় ঘরে। বাড়ির আত্মীয়-স্বজন সবাই মিলে চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। ততক্ষণে খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস কর্মীরা ঘরের ভিতরে থাকা তিন-চারটি গ্যাস সিলিন্ডার পুকুরের জলে নিয়ে ফেলে দেয়। এরপরই আয়ত্তে চলে আসে আগুন। আগুনের লেলিহান শিখায় বাড়ির দুটি ঘরের জিনিসপত্র সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস আধিকারিক।

এদিকে প্রত্যক্ষদর্শী বাড়ির এক মহিলা জানায়, গ্যাসের একটি চুল্লিতে ডাল ও অপর আরেকটি চুল্লিতে মায়ের ভোগের জন্য পিঠে তৈরি করছিল। এসময়ে আচমকাই আগুন লেগে যায়। কোন কিছু বুঝে উঠতে পারেনি মহিলারাও। আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উদয়পুর টাউন সোনামুড়াস্থিত বিশ্বজিৎ শীলের বাড়িতে। পন্ড হয়ে যায় পূজার প্রস্তুতি। গুঞ্জন চলছে মায়ের পুজোতে নাকি অনিয়ম হয়েছিল। তবে সে যাই হোক ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছে বাড়ির মালিক।

 

 

 

Exit mobile version