জনতার কলম ওয়েবডেস্ক :- উৎসবের মরসুমে একটি বড় স্বস্তি পাওা গিয়েছে গ্যাসের দামে। পেট্রোলিয়াম কোম্পানিগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। রাষ্ট্র-চালিত তেল বিপণন সংস্থাগুলি (OMCs) চারটি মেট্রো শহরে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করেছে। ১৬ নভেম্বর থেকে কার্যকর হবে এই দাম। নতুন দাম সিলিন্ডার প্রতি ৫৭.৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
এই নতুন দামের অ্যাডজাস্টমেন্ট দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে প্রতিফলিত হবে। দীপাবলির ঠিক আগে সিলিন্ডার প্রতি ১০১.৫ টাকা দাম বৃদ্ধি পায়। এর পরে এই দাম কমার ঘটনা মানুষের পকেটে স্বস্তি দেবে।