Site icon janatar kalam

মধ্যপ্রদেশে বিনিয়োগের সময় এসেছে : প্রধানমন্ত্রী

Oplus_131072

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, শক্তিশালী প্রতিভাধর পুল এবং সমৃদ্ধ শিল্পের কারণে, মধ্যপ্রদেশ একটি পছন্দের ব্যবসায়িক গন্তব্য হয়ে উঠছে এবং রাজ্যে বিনিয়োগের এটাই সময় এবং সঠিক সময়।

“ভারতের ইতিহাসে প্রথমবারের মতো, এমন একটি সময় এসেছে যখন সমগ্র বিশ্ব এটি সম্পর্কে এত আশাবাদী,” ভোপালে মেগা ‘ইনভেস্ট মধ্যপ্রদেশ – গ্লোবাল ইনভেস্টরস সামিট-২০২৫’ উদ্বোধনের পর মোদী বলেন।

তিনি আরো বলেন, বিনিয়োগকারী এবং শিল্পপতিদের জন্য মধ্যপ্রদেশের অসীম সম্ভাবনাগুলি তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত এই সম্মেলন।

তিনি বলেন, বিশ্বব্যাপী সাধারণ মানুষ এবং অর্থনীতিবিদ, দেশ এবং প্রতিষ্ঠান ভারত সম্পর্কে আশাবাদী এবং ভারত থেকে তাদের অনেক প্রত্যাশা রয়েছে। রাজ্যের সকল বিনিয়োগকারীদের জন্য প্রচুর পরিমাণে লাভের বিশাল সম্ভাবনা রয়েছে।

শিল্প উন্নয়নের জন্য জল সুরক্ষার গুরুত্ব উল্লেখ করে মোদী বলেন, মধ্যপ্রদেশ সরকার জল সংরক্ষণে অসাধারণ কাজ করছে।

“মধ্যপ্রদেশে নদী সংযোগ মেগা মিশন চলছে। এটি এর কৃষিকাজ এবং শিল্পকে উপকৃত করবে। সম্প্রতি, ৪৫,০০০ কোটি টাকার কেন-বেতওয়া নদীর সংযোগ কাজ এমপিতে শুরু হয়েছে। এটি ১০ লক্ষ হেক্টর জমিতে উৎপাদনশীলতা বৃদ্ধি করবে,” প্রধানমন্ত্রী বলেন।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী যাদব বলেন, এখানে অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টরস সামিটের মাধ্যমে, মধ্যপ্রদেশ সরকার একটি প্রধান বৈশ্বিক বিনিয়োগ গন্তব্য হিসেবে তার পরিচয় তৈরি করবে।

তিনি আরো বলেন, সরকার আগামী পাঁচ বছরে মাধ্যপ্রদেশের অর্থনীতি দ্বিগুণ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতিতে পরিণত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে রাজ্য সরকার ২০২৫ সালকে শিল্প ও কর্মসংস্থানের বছর হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

Exit mobile version