জনতার কলম ওয়েবডেস্ক :- মধ্যপ্রদেশে কফ সিরাপ সেবনের পর কয়েকজন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এক শিশুরোগ বিশেষজ্ঞকে গ্রেফতার করার পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে চিকিৎসক মহলে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে বিষয়টি অবগত করেছে এবং একে “অন্যায্য ও অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছে।
আইএমএর বক্তব্য, “চিকিৎসকদের ওষুধ প্রস্তুতিতে ত্রুটির জন্য দায়ী করা সম্পূর্ণ ভুল, কারণ এটি তাঁদের নিয়ন্ত্রণ বা দায়িত্বের আওতায় পড়ে না।” সংগঠনটি জানিয়েছে, চিকিৎসকদের কাজ রোগীর চিকিৎসা করা — ওষুধ তৈরি নয়।
আইএমএর মতে, চিকিৎসকরা শুধুমাত্র অনুমোদিত মানদণ্ড ও প্রোটোকল অনুযায়ী ওষুধ প্রেসক্রাইব করেন। উৎপাদন পর্যায়ে ত্রুটির দায় তাঁদের উপর চাপানো চিকিৎসা পেশার মনোবল নষ্ট করে এবং বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে।
এই ঘটনার প্রতিবাদে আইএমএ দেশজুড়ে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছে, তাঁরা যেন গ্রেফতারকৃত সহকর্মীর মুক্তি ও মামলার প্রত্যাহারের দাবিতে কাজের সময় কালো ব্যাজ বা ফিতা পরিধান করেন। এই পদক্ষেপ হবে প্রতিবাদ ও সংহতির প্রতীক।
আইএমএর জাতীয় সভাপতি ড. দিলীপ ভানুশালী এবং মহাসচিব ড. সরবরি দত্ত এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “এই শান্তিপূর্ণ প্রতিবাদ চিকিৎসা পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত করার প্রবণতার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেবে।” তাঁরা চিকিৎসকদের নিজ নিজ প্রতিষ্ঠানে ও সমাজে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আইএমএর মতে, ভুল ওষুধের কারণে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক, কিন্তু এর জন্য চিকিৎসকদের দায়ী করা অন্যায়। সংগঠনটির দাবি, সরকারকে এই ঘটনার জন্য ওষুধ প্রস্তুতকারী সংস্থা ও নিয়ন্ত্রক সংস্থাগুলির ভূমিকা খতিয়ে দেখা উচিত, চিকিৎসকদের নয়।
সংগঠনটি জানিয়েছে, “এটি শুধুমাত্র একজন চিকিৎসকের মুক্তির লড়াই নয়, বরং পুরো চিকিৎসক সমাজের সম্মান ও নিরাপত্তার প্রশ্ন।” দেশজুড়ে চিকিৎসক সমাজ এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে।