জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ উঠছে । উদ্ধার হয়েছে তাজা বোমা । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালিবাজার এলাকা । জানা যায় ,কয়েক মিনিটের মধ্যে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয় সহদেব সরকার ও কল্পনা বিশ্বাস এর বাড়িতে।। ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। উদ্ধার করে নিয়ে যায় তাজা বোমা। যদিও এই বোমা বাজিতে কেউ আহত হয়নি।বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সঞ্জয়ন দেববর্মা।