Site icon janatar kalam

মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ উঠছে । উদ্ধার হয়েছে তাজা বোমা । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালিবাজার এলাকা । জানা যায় ,কয়েক মিনিটের মধ্যে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয় সহদেব সরকার ও কল্পনা বিশ্বাস এর বাড়িতে।। ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। উদ্ধার করে নিয়ে যায় তাজা বোমা। যদিও এই বোমা বাজিতে কেউ আহত হয়নি।বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সঞ্জয়ন দেববর্মা।

 

 

Exit mobile version