Site icon janatar kalam

মণিপুরের সেনাপতিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

জনতার কলম ওয়েবডেস্ক :- মণিপুরের সেনাপতি জেলায় এক জনসভায় যোগ দিয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে রাজ্যের অবকাঠামো উন্নয়নে কেন্দ্রের প্রতিশ্রুতি পুনরায় তুলে ধরেন তিনি।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, মণিপুরের মানুষের আশা–আকাঙ্ক্ষাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে কাজ করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তিনি রাজ্যের সকল সম্প্রদায়ের প্রতি শান্তি, সহমর্মিতা ও পুনর্মিলনের প্রচেষ্টায় অব্যাহত সমর্থন বজায় রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি মুর্মু আশা প্রকাশ করেন যে, সার্বিক উন্নয়ন ও স্থায়ী শান্তির মাধ্যমে মণিপুর আরও শক্তিশালী ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

Exit mobile version