Site icon janatar kalam

ভোরের আলোতে ত্রিপুরা কাঁপল ইডির অভিযানে’, প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য ইডি’র

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- মঙ্গলের ভোরের আলো ফুটতেই ত্রিপুরায় চারটি স্থানে Enforcement Directorate (ED)-র অভিযান শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, প্রাক্তন মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কিত আর্থিক দুর্নীতি, জমি মাফিয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই তল্লাশি চালানো হচ্ছে।

সূত্রের খবর, পশ্চিম ত্রিপুরার তিনটি এলাকা—খয়েরপুর, ক্যাম্পার বাজার ও কাঁচনপল্লী—এবং সিপাহীজলা জেলার নলছড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। ইডি কর্মকর্তারা সকাল থেকে এই স্থানে তল্লাশি চালাচ্ছেন এবং প্রচুর দল মোতায়েন রয়েছে।

সূত্র আরও জানিয়েছে, অভিযানের পেছনে বুদ্ধিবৃত্তিক তথ্য ও গোয়েন্দা রিপোর্ট রয়েছে, যা সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে বড় ধরনের আর্থিক অনিয়ম এবং অবৈধ জমি লেনদেনের সম্পর্ক নির্দেশ করছে। তল্লাশি শেষ হওয়ার পর আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

Exit mobile version