Site icon janatar kalam

ভোটের আগেই প্রথম পদ্মফুল ফুটল সুরাতে 

জনতার কলম ওয়েবডেস্ক :- ভোটের আগে জিতে গেলেন বিজেপি প্রার্থী৷ জিতলেন বিনা প্রতিদ্বন্দ্বীতায়৷ গুজরাতের সুরাতে লোকসভা নির্বাচনে দেখা গেল এই আজব ঘটনা৷ পঞ্চায়েত বা একেবারে তৃণমূল স্তরের কোনও নির্বাচনে এভাবে হামেশাই বিনা লড়াইয়ে প্রার্থীর জয় দেখা যায়, কিন্তু লোকসভার মতো ভোটে এই চিত্র বিরল৷

সেই বিরল ঘটনাই ঘটেছে গুজরাতে৷ সেখানে সুরাত কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকেশ দালাল জিতেছেন ভোটের আগেই৷ তাঁর কেন্দ্রে প্রার্থী হিসাবে দাঁড়ানো ৮ নির্দল প্রার্থী প্রার্থীপদ প্রত্যাহার করেছেন এবং কংগ্রেসের প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে৷

বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় পাওয়ার পর বিজেপি প্রার্থী জানিয়েছেন, ‘আমি সুরাত কেন্দ্র থেকে আজ জয়ী ঘোষিত হয়েছি৷ এ বারের লোকসভা নির্বাচনের প্রথম পদ্মফুল ফুটল সুরাতে৷’ তিনি একাধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে তাঁর উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷

 

তিনি বললেন, ‘একটি পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের পথে এটি প্রথম একটি পদক্ষেপ৷’ গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘সুরাত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মুকেশভাই দালালকে হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই৷ তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় পেয়েছেন৷

এটি স্পষ্ট করে গুজরাতের ২৬টি আসনেই বিজেপির পদ্ম ফুটতে চলেছে৷’ এক্স হ্যান্ডেলে করা ট্যুইটে তিনি এও বলেছেন, এই জয় ইঙ্গিত করে, আবারও একবার মোদি সরকার গঠিত হতে চলেছে পাশাপাশি এ বারে ৪০০ আসন পার করতে চলেছে বিজেপি জোট সরকার৷

Exit mobile version