Site icon janatar kalam

ভোটার তালিকা নিয়ে বিহারে বিজেপি যে রাজনীতি করেছে, বাংলায় কিছুতে হতে দেবেন না: মমতা

জনতার কলম ওয়েবডেস্ক :- ২১ জুলাইয়ের মঞ্চে মমতার মুখে “রাম-বাম-শ্যাম”। “রাম-বাম-শ্যাম সবাই একজোট হয়েছে কোন কাজ হবে না, তৃণমূলে দর্শন, বাম-বিজেপির বিসর্জন। জুলাই ২১শের মঞ্চে দাঁড়িয়ে এমনই হুঙ্কার দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এদিন কার্যত তিনি ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি দিয়েছেন। বিভিন্ন ইস্যুতে বিজেপিকে এদিন তীর্যক আক্রমণ শনালেন বাংলার বাঘিনী। বিজেপির নীতি আর্দশ নিয়েও প্রশ্ন তুলেন তিনি। মমতা ব্যানার্জির অভিযোগ নির্বাচন কমিশনকে ব্যবহার করতে চাইছে বিজেপি।

এক ধাপ এগিয়ে তিনি বলেন,ভোটার তালিকা নিয়ে বিহারে বিজেপি যে রাজনীতি করেছে, বাংলায় কিছুতে হতে দেবেন না। সেখানে ৪১ লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এখন বাংলা ভাষা নিয়ে রাজনীতি শুরু হয়েছে। যারা বাংলায় কথা বলছে তাদেরকে বাংলাদেশী বলে আখ্যায়িত করা হচ্ছে। ভাষার উপর এই ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না বলে হুঁক্কার দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে দিল্লির বিজেপি সরকারকে নরকঙ্কালের সরকার বলেও আখ্যায়িত করেন। তিনি বলেন, মিডিয়াকে টাকা দিয়ে হাত করে নিয়েছে বিজেপি। যা ইচ্ছে তাই প্রচার করা হচ্ছে। সাংবাদিকদের কোন দোষ নেই। মালিকদের ইডি, সিবিআই’র ভয় দেখানো হচ্ছে।

Exit mobile version