Site icon janatar kalam

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী দিল্লি

 

জনতার কলম ওয়েবডেস্ক :- শনিবার রাতে দিল্লি-এনসিআর-এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৮। রাত ৯টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতিবা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ৫.৮ মাত্রার ভূমিকম্পকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয়। কম্পন অনুভূত হওয়ার পর মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ দেখা যায়।

 

জানা গেছে, ভূমিকম্পের ফলে জম্মু ও কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে। হিন্দুকুশ ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ায় পাকিস্তান, আফগানিস্তান ও ভারত এই তিনটি দেশেই কম্পন অনুভূত হয়েছে।

Exit mobile version