জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের এসিস্ট্যান্ট হাইকমিশনার অফিসে ভিসা চাইতে গিয়ে পুলিশ কর্তৃক শারীরিক ও মানসিক হেনস্তার শিকার এক প্রবীণ নাগরিক। পরে পুলিশ জঘন্য দুর্ব্যবহার করে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে অভিযোগ। ভিসা চাইতে গিয়ে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিসে গ্রেপ্তার এক ভারতীয় নাগরিক।
কোন কিছু বুঝে ওঠার আগেই বীর পঙ্গুব ত্রিপুরা পুলিশ জনৈক বয়স্ক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশের সাথে সামান্য কথা কাটাকাটির ফলেই উত্তপ্ত পুলিশ প্রবীণ নাগরিককে কোন কিছু অভিযোগ ছাড়াই থানায় নিয়ে আসে। আশ্চর্যজনক ভাবে ভিসা অফিসে কর্মরত কর্মচারীরাও সামান্য বিষয়টিকে মীমাংসা করতে আসেনি। উপরন্তু ত্রিপুরা পুলিশ ভারতীয় নাগরিকের সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও তাকেই গারদে ঢুকতে হয়েছে।
মনে হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখাতে গিয়ে পুলিশ অতি আদিখ্যেতা করেছে। পুলিশ রীতিমতো প্রবীর নাগরিককে টানাহেসরা করে গাড়িতে তুলেছে। এই পরিস্থিতিতে হতবাক হয়ে পড়েছে উপস্থিত জনতা। পুলিশের এজাতীয় দূর ব্যবহারে উপস্থিত জনতা এক প্রকার হতভম্ব হয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চাইছে সাধারণ নাগরিক।
কেননা বাংলাদেশের একজন এসিস্ট্যান্ট হাইকমিশনারের অফিসে গিয়ে যদি সাধারণ মানুষকে এভাবে হেনস্থার শিকার হতে হয়। তাহলে প্রশ্ন উঠছে সাধারণ মানুষ সমস্যার সমাধানের জন্য যাবে কোথায়।