Site icon janatar kalam

ভিকি হত্যাকাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত রাজু বর্মণকে এলাকা ছাড়ার দাবিতে মৌন মিছিল এলাকাবাসীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত রাজু বর্মণকে ক্লাব ও এলাকা ছাড়া করার অঙ্গীকার করেছে এলাকাবাসী। রবিবার তারা গণ স্বাক্ষর সংগ্রহ করে সংঘ প্রাঙ্গণে। শুধু তাই নয় ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মৌন মিছিল করেছে এলাকাবাসী। এদিন বিকেলে ভারত রত্ন সংঘের সামনে থেকে বের হয় মৌন মিছিল। এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিনের মৌন মিছিলে অংশ নেন এলাকার মানুষ ও সংঘের সদস্যরা।

ভিকি খুন কাণ্ডের ঘটনার ২৬ দিন অতিক্রান্ত। অভিযোগ এই ঘটনায় ৬ জন ধরা পড়লেও মূল অভিযুক্ত রাজু বর্মণকে এখনও পুলিস জালে তুলতে সক্ষম হয়নি। স্বাভাবিকভাবে এনিয়ে কিছুটা অসন্তোষ এলাকার মানুষ। ভারত রত্ন সংঘের বর্তমান সম্পাদক চন্দন চক্রবর্তী জানান, প্রশাসন সাহায্য করছে এবং প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে। তিনি আশা ব্যক্ত করেন সুবিচার তারা পাবেন। তারা চাইছেন রাজু বর্মণের মতো দুষ্কৃতকারী যাতে ভবিষ্যতে এলাকায় ঢুকতে না পারে। এদিন এলাকার মানুষ এজন্য গণস্বাক্ষর সংগ্রহ করেন।

 

 

Exit mobile version