জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভিকি খুনকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মণকে ৮ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয় ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। ২০ জুলাই ফের রাজু বর্মণকে আদালতে তোলা হবে।
একথা জানান এই মামলার স্পেশাল পি পি শঙ্কর লোধ। ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব খুন কাণ্ডে অভিযুক্ত রাজু বর্মণকে ১০ জুলাই গুয়াহাটি থেকে গ্রেপ্তার করে তদন্তকারি দল। প্রায় আড়াই মাস পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে আগরতলায় আনা হয়। শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছিল।