Site icon janatar kalam

ভারত সরকারের শিক্ষানীতির প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী বিকাশ দেববর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইএমআরএস বিদ্যালয়েগুলির শিশুদের পুষ্টি ও মানসিক কল্যাণে চার দিনের কর্মশালা শুরু হয়েছে আগরতলায়। ছয়টি রাজ্যের ইএমআরএস বিদ্যালয়গুলির প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা ও প্রেসিডেন্টরা অংশগ্রহণ করবে এই কর্মশালায়। উত্তর-পূর্ব ভারতের ছয়টি রাজ্য যথাক্রমে, ত্রিপুরা ,সিকিম,পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড, মিজোরাম ও অরুনাচল প্রদেশের কেন্দ্রীয় সরকারের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলির প্রিন্সিপাল, ইনচার্জ প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা ও হোস্টেল ওয়ার্ডের নিয়ে চার দিনের কর্মশালা শুরু হয়েছে রাজ্যের সরকারি সোনার তরী গেস্ট হাউসে। এই কর্মশালায় মোট 58 জন অংশগ্রহণ করেছেন। মূলত সিক্স টু টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশুনা, পুষ্টি, মানসিক ও দৈহিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য প্রত্যেককে অবগত করানো হবে। পাশাপাশি 10 থেকে 18 বছরের ছেলেমেয়েদের সঠিক মানসিকতায় চরিত্র গঠনের উপরও শিক্ষক-শিক্ষিকারা যাতে পাঠদানে বিশেষ মনোযোগী হয় সেই বিষয়েও এই কর্মশালায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন, ভারত সরকারের মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি কমিশনার। বুধবার কর্মশালাটির আনুষ্ঠানিক সূচনা করেন ত্রিপুরা রাজ্য সরকারের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। শ্রী দেববর্মা এ দিন বক্তব্য রাখতে গিয়ে ভারত সরকারের শিক্ষানীতির প্রশংসা করেছেন। পাশাপাশি এ জাতীয় একটি কর্মশালা ত্রিপুরায় সংঘটিত করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এজাতীয় কর্মশালার ফলে আখেরে লাভবান হবে ভারতেরগ্রামীন এলাকার উপজাতি অংশের শিশুসহ ছাত্রছাত্রীদের। প্রসঙ্গত রাজ্যের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতেও নয়া শিক্ষানীতির ফলে পরিকাঠামো উন্নয়নসহ পঠন-পাঠনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

 

 

Exit mobile version