জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, ২১শ শতাব্দী হচ্ছে ভারত ও আসিয়ান-এর শতাব্দী। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান-ইন্ডিয়া সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
মোদীজি জানান, ভারত ও আসিয়ান একত্রে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। শুধু ভৌগোলিক দিক থেকেই নয়, ঐতিহাসিক সম্পর্ক ও অভিন্ন মূল্যবোধের বন্ধনেও ভারত ও আসিয়ান যুক্ত।
তিনি আরও বলেন, অনিশ্চয়তার এই যুগেও ভারত-আসিয়ান বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করছে। এই শক্তিশালী সম্পর্ক বিশ্বে স্থিতিশীলতা ও উন্নয়নের এক দৃঢ় ভিত্তি হিসেবে গড়ে উঠছে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রতিটি দুর্যোগের সময় ভারত সবসময় আসিয়ান বন্ধুদের পাশে থেকেছে। তিনি উল্লেখ করেন, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা (HADR), সমুদ্র নিরাপত্তা, এবং নীল অর্থনীতি ক্ষেত্রে সহযোগিতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
শেষে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, ২০২৬ সালকে “আসিয়ান-ইন্ডিয়া মেরিটাইম কোঅপারেশন ইয়ার” বা ‘ভারত-আসিয়ান সমুদ্র সহযোগিতা বর্ষ’ হিসেবে পালন করা হবে।

