Site icon janatar kalam

ভারত সফরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক শিক্ষায়তনিক সম্পর্ক জোরদারের আশ্বাস

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে বৈঠক করলেন। টুইট করে তিনি জানান, “আজ বিকেলে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। তাঁর এই ভারত সফর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এ বছর ভারত ও সিঙ্গাপুরের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্ণ হচ্ছে।”

ধর্মেন্দ্র প্রধান জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যালয় শিক্ষা, উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোগ বিকাশের মতো নানা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

 

উভয় দেশের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে—

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি

গবেষণার সক্ষমতা উন্নয়ন

স্কিলিং ইকোসিস্টেম আরও শক্তিশালী করা

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির (HEIs) মধ্যে ছাত্রছাত্রী বিনিময় কর্মসূচি বাড়ানো

 

মন্ত্রীর মতে, এই উদ্যোগগুলো শিক্ষার্থীদের বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি প্রদান করবে এবং তাদের জন্য আরও সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরি করবে।

Exit mobile version