জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক, শিক্ষাগত ও যুব বিনিময়ে আরও অগ্রগতির বার্তা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA)। মন্ত্রণালয় জানায়, দুই দেশের বিশ্ববিদ্যালয়, জাদুঘর, থিয়েটার ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সফলভাবে সম্পন্ন হয়েছে ২০২১–২৪ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, ২০২৩ সালে রাশিয়ার আটটি শহরে ইন্ডিয়ান কালচার ফেস্টিভ্যাল, এবং ২০২৪ সালে ভারতে রাশিয়ান কালচার ফেস্টিভ্যাল।
তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে সочи ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল এবং ব্রিকস গেমসে ভারতের অংশগ্রহণের মাধ্যমে। পাশাপাশি ই-ভিসা সুবিধা চালুর ফলে দুই দেশের মধ্যে পর্যটন আদান-প্রদানও বৃদ্ধি পেয়েছে। রাশিয়ায় ভারতীয় ভাষা এবং ভারতে রাশিয়ান ভাষা প্রচারে যৌথ উদ্যোগও অব্যাহত রয়েছে।
দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে যে IRIGC–TEC-এর অধীনে উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।
উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের ৯ জুলাই মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান “অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী মোদী এই সম্মান ভারতের জনগণ ও দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেন।
আগামী দিনে প্রেসিডেন্ট পুতিনের সফর ভারত–রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে এবং নতুন সহযোগিতার দ্বার উন্মুক্ত করবে—এমনই আশা দুই দেশের।

