জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক আরও মজবুত করতে ফের নয়াদিল্লি সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) জানায়, প্রধানমন্ত্রী টোবগে তাঁর স্ত্রী আউম তাশি ডোমা ও ভুটানের প্রধান ভিক্ষু জে খেনপো তুল্কু জিগমে চোদ্রার সঙ্গে ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে সরকারি সফরে থাকবেন।
৪ সেপ্টেম্বর বিহারের রাজগিরে রয়্যাল ভুটান মন্দিরের প্রণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের মাধ্যমে সফরের সূচনা হবে। বিহার সরকারের দেওয়া জমিতে নির্মিত এই মন্দির ভারত ও ভুটানের মধ্যে বৌদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে ধরা হচ্ছে।
৫ সেপ্টেম্বর টোবগে যাবেন অযোধ্যায়। সকাল সাড়ে ৯টার দিকে তিনি সেখানে পৌঁছাবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে লাল গালিচা সংবর্ধনা জানানো হবে। ভুটানের প্রধানমন্ত্রী রাম জন্মভূমি মন্দিরে পূজা অর্চনা করবেন ও একটি বিশেষ ভোজসভায় যোগ দেবেন। দুপুরের পর তাঁর অযোধ্যা সফর শেষ হবে।
এরপর নয়াদিল্লিতে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পুরো সফর শেষ হবে ৬ সেপ্টেম্বর।
উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারিতেও টোবগে ভারত সফরে এসেছিলেন। সেসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আয়োজিত স্কুল অব আল্টিমেট লিডারশিপ (SOUL)-এর উদ্বোধনী কনক্লেভে তিনি যোগ দেন। সেখানে মোদিকে নিজের “অভিভাবক ও জ্যেষ্ঠ ভাই” হিসেবে উল্লেখ করে টোবগে জানান, তাঁর নেতৃত্ব তাঁকে অনুপ্রাণিত করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ধারাবাহিক উচ্চপর্যায়ের এই সফর দুটি দেশের মধ্যে আস্থা, সদিচ্ছা ও দীর্ঘদিনের বিশেষ সম্পর্কেরই প্রতিফলন।