Site icon janatar kalam

ভারত–ব্রিটেন সম্পর্ক আরও গভীর করতে মুম্বইয়ে মোদী ও স্টারমারের বৈঠক

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হয় বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত করার বিষয় নিয়ে।

দিনের পরবর্তী সময়ে দুই প্রধানমন্ত্রী যৌথভাবে সিইও ফোরাম-এ যোগ দেবেন এবং শিল্প ও বাণিজ্যক্ষেত্রের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু থাকবে ভারত-ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (CETA)-এর সম্ভাবনা ও সুযোগ।

এছাড়াও, প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী স্টারমার মুম্বইয়ে আয়োজিত ৬ষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্ট-এ অংশগ্রহণ করবেন এবং সেখানে দু’জনেই মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

এর আগে, গতকাল কিয়ার স্টারমার মুম্বইয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেন। তিনি শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারত-ব্রিটেন বাণিজ্যিক সম্পর্ককে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” বলে বর্ণনা করেন। শিল্প প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনায় স্টারমার বলেন, “এটি যুক্তরাজ্যের ইতিহাসে ভারতের উদ্দেশ্যে পাঠানো সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল।”

Exit mobile version