Site icon janatar kalam

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণীর পর আক্রান্ত IIT বাবা! সংবাদ চ্যানেলে ঢুকে লাঠিপেটা দুষ্কৃতীকারীদের 

জনতার কলম ওয়েবডেস্ক :- মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া ফের শিরোনামে আইআইটি বাবা। এবার নয়ডার এক স্টুডিওয় ঢুকে তাঁকে লাঠিপেটা করেছে দুষ্কৃতীরা। পরে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন আইআইটি বাবা উড়ফে অভয় সিং গ্রেওয়াল। পরে অবশ্য পুলিশের পদক্ষেপে আশ্বাস পাওয়ায় বিক্ষোভ তুলেও নেন তিনি। আইআইটি বাবা বলেন, এদিন গেরুয়া পোশাক পরা একদল লোক তাঁকে স্টুডিওতে ঢুকে হেনস্থা করেন, গায়ে হাত তোলেন।

সম্প্রতি তিনি বিতর্কে জড়িয়ে পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে। পাকিস্তানই ম্যাচ জিতবে বলেছিলেন তিনি। কিন্তু বাস্তবে হয় ঠিক উলটো। গোটা ম্যাচে দাপট দেখিয়ে পাকিস্তানকে হারায় ভারত।

তবে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী গোটা দেশ মোটেও ভালভাবে নেয়নি। তার পরে তুমুল হেনস্থার মুখে পড়তে হল আইআইটি বাবাকে। ফলে অনেকেই বলছেন, তাঁকে আসলে শায়েস্তা করেছেন কয়েকজনে মিলে। তবে আরকদল লোক বলছেন, কোনওভাবেই হিংসার পথ কাম্য নয়।

Exit mobile version