জনতার কলম ওয়েবডেস্ক :- বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ভারত ও নিউজিল্যান্ড দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত। নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকক্লের সঙ্গে ভারতের চলমান মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনার অগ্রগতি পর্যালোচনার সময় এই মন্তব্য করেন তিনি।
মন্ত্রী গয়াল বলেন, দুই দেশের প্রতিনিধিদলই এমন একটি ভারসাম্যপূর্ণ ও ভবিষ্যতমুখী বাণিজ্য চুক্তির দিকে কাজ করছে যা উভয় দেশের সংবেদনশীলতা ও স্বার্থকে সম্মান করবে। পাশাপাশি, এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে, নতুন সহযোগিতার ক্ষেত্র খুলে দেবে এবং ব্যবসা ও ভোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
রোটোরুয়ায় অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড সিইও রাউন্ডটেবিল বৈঠকেও অংশ নেন পীযূষ গয়াল ও টড ম্যাকক্লে। সেখানে ভারতের দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক পরিপ্রেক্ষিত তুলে ধরে গয়াল বলেন, প্রযুক্তি, কৃষি, শিক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই উন্নয়ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা দুই দেশের প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে পারে।
তিনি আনন্দ প্রকাশ করে বলেন, বৈঠকে অংশ নেওয়া অনেক ব্যবসায়িক নেতা ভারতীয় বংশোদ্ভূত। গয়াল নিউজিল্যান্ডের শিল্প প্রতিষ্ঠানগুলোকেও আহ্বান জানান, তারা যেন ভারতীয় শিল্প জগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে পারস্পরিক লাভ ও দীর্ঘমেয়াদি উন্নয়নের পথে এগিয়ে যায়।
মন্ত্রী নিউজিল্যান্ডে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েও দেশবাসীকে শুভেচ্ছা জানান।

