জনতার কলম ওয়েবডেস্ক :- আজ নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। প্রধানমন্ত্রী মোদি আনিতা আনন্দকে স্বাগত জানিয়ে বলেন, তাঁর এই সফর ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেবে।
প্রধানমন্ত্রী মোদি এ বছরের জুন মাসে জি-৭ সম্মেলনে অংশ নিতে কানাডা সফরের কথা স্মরণ করেন। সেই সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
মোদি দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান এবং তাঁদের আসন্ন সাক্ষাৎ ও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।