Site icon janatar kalam

ভারতে সনাতন বোর্ড গঠনের দাবি জানালেন মন্ত্রী সুধাংশু দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতে সনাতন বোর্ড গঠনের দাবি জানালেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষের সংখ্যা বেশি। ভারতবর্ষের মূল ধর্ম সনাতন ধর্ম। সকলে অবগত রয়েছে ধর্মের ভিত্তিতে দেশ দুই ভাগে বিভক্ত হয়েছিল। ইসলাম ধর্মাবলম্বীরা পাকিস্তানে বসবাস করে। তারা সেখানে সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে।

তাই তিনি ভারতবর্ষে সনাতন বোর্ড গঠনের দাবি জানান। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি একথা বললেন মন্ত্রী। সাংবাদিকদের অপর এক প্রশ্নে মন্ত্রী সুধাংশু দাস বলেন রাহুল গান্ধীর উদ্দেশ্য সর্বদা খারাপ।

রাহুল গান্ধী সংবিধান বাঁচানোর কথা বলে সংবিধানের বই নিয়ে ঘুরছেন। বাস্তবে সেই বইয়ের অভ্যন্তরে কোন লেখা নেই। জম্মু কাশ্মীর বিধানসভায় ঘটে যাওয়া ঘটনার কথা উল্লেখ করেও রাহুল গান্ধীর সমালোচনা করেন মন্ত্রী।

 

 

Exit mobile version