Site icon janatar kalam

ভারতে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রবেশ ঘটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হাত ধরে : আশীষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রবেশ ঘটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হাত ধরে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু ,যুবদের ১৮ বছরে ভোটাধিকারের অধিকার অর্পণ করেছেন রাজীব গান্ধী। বর্তমান কেন্দ্রের সরকার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুতি হয়েছে।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকীতে একথা বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। ১৯৯১ সালের ২১ মে প্রয়াত হন রাজীব গান্ধী। প্রতিবছর তাঁর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালন করে প্রদেশ কংগ্রেস। এবছর ৩৩ তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয় রাজ্যের বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। প্রথমে জাতীয়, দলীয় সহ বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন নেতৃত্ব। এর পরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক গোপাল রায়, বীরজিত সিনহা, সুদীপ রায় বর্মণ,প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, মহিলা কংগ্রেস-যুব কংগ্রেসের সভাপতি শর্বাণী ঘোষ চক্রবর্তী, নীল কমল সাহা সহ অন্যরা। কংগ্রেস ভবনের সামনে থেকে তারা যান গান্ধী ঘাটে। সেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন নেতা- কর্মীরা।

Exit mobile version