Site icon janatar kalam

ভারতে থাবা বসালো চিননের নয়া ভাইরাস, HMPV-তে আক্রান্ত ৮মাসের এক শিশু 

জনতার কলম ওয়েবডেস্ক :- এইচএমপি ভাইরাসে আক্রান্ত ভারতের বেঙ্গালুরুতে এক ৮মাসের শিশু। ভারতে এটিই প্রথম এইচএমপিভি সংক্রমণ। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। সেখানেই নমুনা পরীক্ষায় ভাইরাসের সংক্রমণ মেলে। শিশুর পরিবারের সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই।

কর্নাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রককেও জানিয়েছে। জানাযায় বিগত কয়েকদিন ধরে শিশুটির জ্বর ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল। এইচএমপিভি-র উপসর্গের সঙ্গে মিল থাকায় ওই বেসরকারি হাসপাতালের তরফে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।

সেখানেই রিপোর্ট পজেটিভ আসে। এদিকে দেশবাসীকে আশ্বস্ত করে কেন্দ্র সম্প্রতি জানিয়েছে, এইচএমপিভির মতো ভাইরাসের অস্তিত্ব দেশে ইতিমধ্যেই রয়েছে। পাশাপাশি, পরিচ্ছন্নতা বজায় রাখার কথাও বলেছে তারা।

 

 

Exit mobile version